স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গপূজা উপলক্ষে নিরপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ টার দিকে জেলার সাটুরিয়া থানা চত্তরে সভা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউএনও শারমিন আরাসহ আরও অনেকে। সভায় পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষকসহ সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। সাটুরিয়া থানা পুলিশ এ সভার আয়োজন করে।