মো: মহিদ:
মানিকগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপরে সাবিস মিলানাতয়নে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন জেলা যুবলীগের আহবায়ক ও পোরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি।
এদিনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপণ, গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরন, মাদ্রাসায় খাবার বিতরন, রক্ত দান কর্মসূচিসহ নানা আয়োজন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক ও পোরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোজিনা আক্তার রিমা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রোমেজা আক্তার খান মাহিন, যুগ্ম আহবায়ক মাইশা আক্তার তামান্না, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খালিদ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, সামিউল আলীম রনি, মনিরুল ইসলাম খান মনি, জেলা যুবলীগ নেতা সানোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রাজা বলেন , সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। তার নেতৃত্বেই অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।