মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষে মৎস্য জীবিদের নিয়ে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো:সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল কুমার প্রামানিক, থানা অফিসার ইনচার্জ ওসি মো:জাকারিয়া হোসেন,
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো:ফরিদ হোসেন।
এসময় আরো বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,বাচামারা ইউপি চেয়ারম্যান মো:আব্দুর রশিদ, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,
চরকাটারী ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,সদর চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ধামশ্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান বলেন- ইলিশ শব্দটি ভারতের আসাম থেকে শব্দটি পাওয়া যায়।ইলিশ অর্থনৈতিক ভাবে খুব গুরুত্বপূর্ণ গ্রীস্মমন্ডীয় মাছ বঙ্গোপসাগরের ব-দ্বীপাঞ্চল,পদ্মা-মেঘনা-যমুনা নদীর মোহনার হাওর থেকে প্রতিবছর প্রচুর পরিমানে মাছ ধরা হয়।ইলিশ মাছ সামুদ্রিক মাছ বড় বড় নদীতে ডিম দেয়।ডিম ফুটে গেলে ও বাচ্চা বড় হলে বাংলায় বলে জাটকা ইলিশ মাছ সাগরে ফিরে যায়। ফিরে যাবার সময় জেলেরা এই মাছ শিকার করে। যদিও ও ইলিশ লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ, বেশির ভাগ সময় সাগরে থাকে বংশবিস্তারের জন্যে আমাদের বড় বড় নদীতে চলে আসে।
ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা,(গঙ্গার কিছু অংশ) মেঘনা ( ব্রক্ষপুত্রের কিছু অংশ) এবং গোদাবরীর নদীতে প্রচুর পরিমানে পাওয়া যায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয়।তাই এই সময় কেউ মাছ ধরবো না।
এসময় অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন বলেন ৭-২৮তারিখ পযর্ন্ত ২২দিন কেউ আপনারা নদীতে নামবেন না।যদি কেউ নদীতে নেমে মা ইলিশ ধরার চেষ্টা করেন কাউকে ছাড় দেওয়া হবে না।সবাইকে আইনের আওতায় আনা হবে।এছাড়া টহল জোরদার করার লক্ষে অতিরিক্ত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।
তাই কেউ নদীতে জাল নিয়ে না নামার অনুরোধ করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা বলেন এ বছর ১১ শত জেলে ২০কেজি করে চাউল পাবে। এবং ৫০জন জেলে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বকনা বাছুর। তাই এই সময় মা ইলিশ কেউ ধরবো না।বলে উপস্থিত সকলকে প্রতিজ্ঞা করান।
জেলা মৎস্য অফিসার সাইফুর রহমান বলেন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারী করেছেন এই সময় মা ইলিশের নিরানদ প্রজননের লক্ষে আগামী ৭-২৮অক্টোবর পযর্ন্ত ২২দিন সারা দেশে ইলিশ আহরণ,পরিহবন,ক্রয়-বিক্রয়,মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবার ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার।তাই এসময় কেউ এগুলো করবেন না করলে জেল জরিমানা হবে।