হাসান সিকদার, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে দৈনিক আমার নিউজের ৫ ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, কেকটাটা, সম্মাননা ক্রেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাংস্কৃতিক বিপ্ববী সংঘ( সাবিস) মিলনায়তনে আমার নিউজের সম্পাদক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান,, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, পোর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা,
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ও এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানিকগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ সভাপতি কাবুল উদ্দিন খান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সদর উপজেলা জাতীয় পার্টি ও পশ্চিম সেওতা আদর্শ সমাজের সভাপতি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, দিশারীর সভাপতি মোঃ হাসান সিকদার, জেলা যুব মহিলা লীগের সদস্য শিরিন আক্তার মুক্তা,সহ অন্যান্যরা। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ-কে আমার নিউজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী-কে সম্মাননা,স্বাস্থ্যসেবাবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, বিদ্যুৎসাহী (সংগঠক) সম্মাননা সুশাসনের জন্য নাগরিক ( সুজন), জেলার সাধারণ সম্পাদক ও দিশারীর উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, লন্ডন থেকে নিজ জন্মভূমির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর প্রবসী কল্যান সমিতি, রেমিট্যান্স যোদ্ধা সমিতি
সভাপতি মোঃ সাইফুল ইসলাম, চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা
সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডাঃ মোঃ লুৎফর রহমান, পরিবহন সেক্টরে স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মানিকগঞ্জ ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শিশু অধিকার প্রতিষ্ঠা য় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দিশারী সভাপতি মোঃ হাসান সিকদার,
কারিগরি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ও এনপিআই ইউনিভার্সিটিঅব বাংলাদেশ, মানিকগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সাপ্তাহিক কড়চার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খান- কে বিশেষ অবদানে এই সম্মাননা দেওয়া হয়।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবিসের সেলিম রেজা,নাছরিন আহমেদ, আমার নিউজের সম্পাদক ও প্রকাশকের বড় মেয়ে নুসরাত জাহান আরিষা, দিশারী শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পর্বে সঞ্চালনা করে সামসুল আলম।