1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে

দীপক সূত্রধর:

“শিক্ষকদের দিয়েই শিক্ষায় রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।

বুধবার(১২ অক্টোবর)দুপুরে সদর উপজেলা হলরুমে পাসার নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খানের সঞ্চালনায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা নার্গিস সুলতানা,”এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ” মানিকগঞ্জ এর পরিচালক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন,সদর উপজেলা শিক্ষা অফিসার মো: মহোসীন রেজা সহ প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মন্ডলী ও সাংবাদিক বৃন্দ।
দিবসটি উপলক্ষে প্রতি বছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়,এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হলো ” শিক্ষকদের দিয়েই শিক্ষায় রুপান্তর শুরু”।
১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।
১৯৯৭ সালে আইএলও-ইউনেস্কো শিক্ষকদের সুপারিশমালায় শিক্ষকতা পেশাকে সম্মানজনক অবস্থানে নেওয়াসহ শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতি,দায়িত্ব ও অধিকার, চাকরির নিরাপত্তা,শৃঙ্খলা বিধানের পক্রিয়া, পেশাগত স্বাধীনতা,কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন, শিক্ষাসংক্রান্ত নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ, কার্যকর শিক্ষাদান ও শিখনের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
শিক্ষকের প্রথম ও প্রধান কাজই হচ্ছে শিখন অভিজ্ঞতা ও জ্ঞানভান্ডার নিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো এবং শিক্ষার্থীকে শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তোলা।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও ব্যবস্থাপনাগত উন্নয়ন এবং রূপান্তর প্রয়োজন। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যে সে সকল বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury