স্টাফ রিপোর্টার:
“আইন মেনে চলি,নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ.অতিরিক্ত জেলা প্রশাসক মো: সানাউল হক,অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমতিয়াজ উদ্দিন,বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। সড়ক দূর্ঘটনা হ্রাস ও সচেতনতা সৃষ্টির লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ।