মো: মহিদ:
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ গিয়ে শেষ হয়।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশং আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন, পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা পিপি আব্দুস সালাম, লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।