এস এম আকরাম হোসেন ঃ
“গণিতের প্রকাশ, প্রতিভার বিকাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে
মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ “গণিত ক্লাব” আগামী ১১ নভেম্বর (শুক্রবার) আয়োজন করতে যাচ্ছে “১ম গণিত অলিম্পিয়াড-২০২২”।
এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.)।
এবারের গণিত অলিম্পিয়াডের কনভেনরের দায়িত্ব পালন করছেন গণিত বিভাগের শিক্ষক প্রভাষক শাওন দাস তন্ময় এবং কো-কনভেনর সাব্বির আহমেদ। চারটি ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
গণিত ক্লাব আয়োজিত এবারের অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
৩০ মিনিট ব্যাপী এ পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন (নিজ পাঠ্যক্রম) এবং ১টি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মান ২ এবং সৃজনশীল প্রশ্নের মান ১০। সর্বমোট ৩০ নম্বরের পরীক্ষা হবে।
শিফট ভিত্তিক এ পরীক্ষায় সকাল ৯:০০ ঘটিকায় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি এবং সকাল ১০:০০ ঘটিকায় নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি ভার্সনের প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো ভার্সনে প্রশ্নের উত্তর করার সুযোগ পাবেন।
ফলাফল প্রকাশের তারিখ ১১ নভেম্বর । মেধার ভিত্তিতে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১০ জনকে পুরষ্কৃত করা হবে৷ এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট এবং টি-শার্ট প্রদান করা হবে।