এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ নভেম্বর) সোমবার বিকালে সদর উপজেলার গিলন্ড এলাকায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার এ আলোচনা সভার সঞ্চালনা করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডঃ আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, এ্যাড: জহিরুল আলম লদী, আলেয়া রহমান, এ্যাড: মোকছেদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিন্নাহ খান, ,জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব,জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের,জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক নূরশাদ- উল- ইসলাম জ্যাকী সহ জেলা,উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আরোও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি গোলাম রফি অপু, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিয়াজ , যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল খালেক শুভ সহ কয়েকশ নেতােকর্মী।
সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, সাবেক রাষ্ট্রতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি, যার পরিপেক্ষিতে আজ আমরা জাতীয়তাবাদী দল হিসেবে আমরা নিজেদের গর্ববোধ করি, কর্মী হিসেবে , সৈনিক হিসেবে বলতে গর্ববোধ করি।৭ নভেম্বরের মতো আরেকটা বিপ্লব আসবে,সেটা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মাধ্যমে আসবে। আগামী ১০ ডিসেম্বরে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানিকগঞ্জ জেলা বিএনপির এক ব্যানারে সর্বোচ্চ সংখক নেতাকর্মী সব ধরনের বাধা উপেক্ষা করে ঢাকায় যাব এই প্রতিজ্ঞা আমরা করি। এখন আওয়ামীলীগের অনেক নেতাকর্মী আমাদের বিএনপিতে যোগদান করতে চাচ্ছে। আমরা তাদেরকে নিব না। তাদের ব্যপারে সর্তক থাকতে হবে। এটা ষড়যন্তেরও অংশ হতে পারে।
তিনি আরো বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃ শর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন দেশের মাটিতে হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন।