এস এম আকরাম হোসেন ঃ
জেলা বিএমএ নির্বাচন ২০২২ উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলায় বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবার ধার্য তারিখ ১০ ডিসেম্বর। উল্লেখ্য পূর্বের কমিটি ১০ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি নিষ্ক্রিয় ভাবে ছিলো এবং চিকিৎসকদের পেশাজিবী রাজনীতিতে এবং জাতীয় দুর্যোগে,জাতীয় দিবসে চিকিৎসক দের প্রতিনিধিত্ব না করে নাম সর্বস্ব ভাবে চালাচ্ছিল।কেন্দ্র থেকে তাদের অনেকবার নির্বাচন আয়োজন করবার তাগিদ দেয়া হলেও তারা নির্বাচনের আয়োজন না করে স্বেচ্ছাচারিতা এবং চিকিৎসক ও জনবিচ্ছিন্ন হয়ে ছিল। এমতাবস্থায় গঠনতন্ত্র মোতাবেক শত শত চিকিৎসক তলবি সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে এবং ভোটার হালনাগাদ করে।কেন্দ্রীয় বিএমএ মহাসচিব এ ব্যপারে অবগত আছেন। এ ব্যপারে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সমর্থিত ডাঃ লুৎফর -ডাঃ মোস্তাফিজ পরিষদের ২৩ জন সদস্য সহ একটি প্যানেল ঘোষণা করেন।
এ ব্যপারে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডাঃ মোঃ হালিম মোল্লা বলেন,”তিনি নির্বাচনে কোনো চাপ বোধ করছেন না,তিনি নিজেও চিকিৎসক। কাজেই সুষ্ঠু নির্বাচনে তার ভুমিকা সচল থাকবে।” তিনি আরো জানান,”২৩ টি পদের বিপরীতে ২৯ টি মনোনয়ন দাখিল হয়েছিল,৬ টি পদের বিপরীতে দ্বৈত ফর্ম দাখিল হয়েছিল,তারা অজ্ঞাত কারণে প্রত্যাহার করেছেন,ড্যাব সমর্থিত কোনো প্যানেল তিনি পাননি” ডাঃ লুৎফর-ডাঃ মোস্তাফিজ পরিষদের সভাপতি পদপ্রার্থী জানান,”মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর এলাকায় বঙ্গবন্ধুর স্বপ্নপ্রসুত সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বান্ধব জনবান্ধব বিএমএ গঠন ও কভিড এর মতো জাতীয় দুর্যোগে সর্বাত্মক সহযোগিতা মূল লক্ষ্য” তাকে ফেসবুকে সব ভোটার ই অবৈধ সদস্য সংক্রান্ত পোস্টের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন,”এ ব্যপারে কেন্দ্রীয় মহাসচিব একমাত্র মুখপাত্র,কে অবৈধ ভোটার কে বৈধ ভোটার তা বলার এখতিয়ার একমাত্র কেন্দ্রীয় মহাসচিব স্যারের।কেন্দ্র অবগত আছেন নির্বাচন পরিচালনা কমিটির কাজ সমপর্কে” প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালে মানিকগঞ্জ বিএমএ কমিটির মেয়াদোত্তীর্ণের পর ১০ বছর পর মানিকগঞ্জ জেলা এক উৎসবমুখর নির্বাচন ও বিএমএ কমিটি দেখতে যাচ্ছে।