স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদরে ট্রাক চাপায় নমিত সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা আরিচা মহাসড়কের সদরের মুলজান এলাকায় শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।
নিহত নমিত সরকার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগার-শ্রী এলাকার নগেন্দ্র কুমার সরকারের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার এসআই অরবিন্দ্র জানান, দুপুরে পাটুরিয়ার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিকে ফিরছিলেন নমিত সরকার। কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের নিচে চলে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট্ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার ট্রাক চালক সোহেল রানাকে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এঘটনায় গোলড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।