দীপক সূত্রধর / আল-আমিন
মানিকগঞ্জের হরিরামপুরের বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন প্রাঙ্গণে এসএসসি ২০১৭ ব্যাচের আয়োজনে ও বাঁধন সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের সভাপতি এস কে নাহিদ মনির, সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক সূত্রধর।
এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন, ক্রিড়া শিক্ষক মতিউর রহমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের বিভিন্ন আঙ্গিনায় বৃক্ষ রোপন করা হয়।স সেই সাথে বিদ্যালয়ের ১০০০ এর উপরে বর্তমান শিক্ষার্থীর মধ্যে ৬ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।##