স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম (বিএনপি) সিঙ্গাপুরস্থ মানিকগঞ্জ জেলা শাখার মো: মাহবুবুর রহমান (মাহবুব) সভাপতি, মো: আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক ও আলতাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষনা করা হয়েছে।
গত ১৮ নভেম্বর শুক্রবার বিকালে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাক কবীর এর স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য পদে তারা হলেন মোঃ মঞ্জুরুল আলম (মঞ্জু) সিনিয়র সহ-সভাপতি, আব্দুস সালাম সহ-সভাপতি, মোঃ মোখলেছুর রহমান (মিঠু) সহ-সভাপতি, দেওয়ান রাজা মিয়া সহ-সভাপতি, মোঃ ফজলুল হক সহ- সাধারণ সম্পাদক, মোঃ রাশেদ সহ-সাধারণ সম্পাদক, আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক, সিরাজুল ইসলাম সিরাজ সহ সাংগঠনিক সম্পাদক, গোলাম রব্বানী সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ পিন্টু মিয়া প্রচার সম্পাদক, মোঃ শহীদুর রহমান সহ-প্রচার সম্পাদক, মোঃ মতিয়ার রহমান দপ্তর সম্পাদক, মোঃ জাকির হোসেন ক্রীড়া সম্পাদক, মোঃ আসলাম খান সহ-ক্রীড়া সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ রহিজ উদ্দিন কোষাধ্যক্ষ, মোঃ মিজান হোসেন নির্বাহী সদস্য,মোঃ আবুল হাশেম নির্বাহী সদস্য, মোঃ শাহিন মিয়া নির্বাহী সদস্য।
নবগঠিত কমিটির সভাপতি মো: মাহবুবুর রহমান (মাহবুব) বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমাদের লক্ষ্য সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।