1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

নয়ন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ব্রান্মনবারিয়ায় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায়  বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রবিবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের দক্ষিন সেওতা এলাকায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল খালেক শুভর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা মডেল স্কুলের রাস্তার পাশে পথসভা করে। এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সোয়েব হোসেন, জেলা ছাত্রদলের টুটুল মিয়া,পৌর: ছাত্রদলের সাব্বির হোসেন, সদর থানা ছাত্রদলের আকাশ, সদর ছাত্রদলের সাঈদ, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের মারুফ,পৌর: ছাত্রদলের উৎস সহ জেলা, উপজেলা, নগর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে  আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ গ্রহন করবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury