অভি হাসান
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শহরের প্রবেশ মুখে এবং ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে জেলা পুলিশ।
আজ বুধবার সকাল ৯টা থেকে উচ্ছেদ অভিযানের পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
যানবাহন চালক ও সাধারণ মানুষদের চলাচলের সুবিধার্থে এ অভিযানে অবৈধ শতাধিক মুদি, ফল, মনিহারি ও খাবারের হোটেল উচ্ছেদ করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, “এসব ব্যবসায়ীদের কারণে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগ পোহাত। জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবিষ্যতে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তর করা হবে”।