স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জনৈক শফিউদ্দিন গায়ান নাম ব্যবহার করে কিছু ব্যক্তির বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিসে অবৈধভাবে মাটি কাটা বিষয়ে ভূয়া অভিযোগ করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মোঃ সফিউদ্দিন বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা আমাকে বাদী বানিয়ে আমার নাম শফিউদ্দিন গায়ান নাম বসিয়ে ইউনিয়ন ভূমি অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী অফিসে ডাকযোগে অভিযোগ পত্র পাঠায়। আমি এ অভিযোগের ব্যাপারে কিছুই জানি না। আমি কোন অভিযোগ করিনি কিংবা কোথায়ও অভিযোগ পাঠাইনি। এই ধরণের একটি ভূয়া অভিযোগে আমার নাম ব্যবহার করায় আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। যারা আমার নাম ব্যবহার করে এই ধরণের ভূয়া অভিযোগ বানিয়েছে, আমি তাদের শাস্তি চাই।’
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘যদি কেউ এই ধরণের কাজ করে থাকে তা প্রতারণার শামিল। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’