1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

মানিকগঞ্জ যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ পারভেজ আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে নাশকতার অভিযোগে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজ সহ দুই জনকে আটক করা হয়েছে।
ঢাকা আরিচা মহাসড়কের মানরা সেতু এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪-৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
আটককৃত আরেকজন হলো যুবদল কর্মী জামাল উদ্দিন আকাশ।
পুলিশ জানায়, নাশকতার মাধ্যমে জনমনে আতংক সৃষ্টির জন্য জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ বিএনপির নেতাকর্মীরা ঢাকা আরিচা মহসড়কের সদর উপজেলার মানরা সেতু এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন। পরে এঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বেউথা এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের খোসাও উদ্ধার করা হয়েছে এবং ৪-৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, আটককৃতের বিরুদ্ধে সদর থানায় নাশকতা আইনে মামলার প্রস্তুতি চলছে ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury