স্টাফ রিপোর্টার:
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেছে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক তাদের একদিনের টিফিনের টাকা দিয়ে এই শীতবস্ত্র ক্রয় করা হয়েছে। এ ছাড়া মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জহিরুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে দিশারী নামের একটি স্কুলে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের পাশে বেউথা বস্তি ও তার আশপাশের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। অসহায় মানুষের পাশে সব সময়ই মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সোশ্যাল সার্ভিসেস ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এর আগে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক দিলারা আফরোজ, অছিউজ্জামান, আফরোজা সুলতানা, হায়াত আলী, মো. নবীনূর রহমানসহ আরও অনেকে।