এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জে তা’লিমুল ইসলাম দাখিল মাদরাসা ত্রয়োদশ বর্ষপূর্তি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লিমুল ইসলাম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম.মুহসিনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়নে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও বাংলাভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ আকরাম হোসেন, অত্র মাদরাসার শিক্ষক ও বাংলা পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়ন সমাজের সহ সভাপতি মাওলানা শরীফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (বালক শাখা)- ২০২২ এর বিজয়ীদের তালিকা: মোরগ লড়াই, ১ম স্থান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম, ২য় স্থান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসিফ,৩য় স্থান সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম, বিস্কুট দৌড়: ১ম স্থান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাঈম ইসলাম,২য় স্থান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মহিদুর ইসলাম, ৩য় স্থান সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আল-রাফি, গুপ্তধন উদ্ধার: ১ম স্থান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান, ২য় স্থান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাকিব, ৩য় স্থান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ইসলাম, ব্যাঙ লাফ: ১ম স্থান ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মহিদুর, ২য় স্থান সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আল-হাদিস,৩য় স্থান সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জয়নাল, তৈলাক্ত কলা গাছে উঠা: ১ম স্থান ৮ম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি, ২য় স্থান ৮ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সোহান, ৩য় স্থান ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ জনি, হাঁস ধরা: ১ম স্থান ৫ম শ্রেণির শিক্ষার্থী মিরাজ, ভেলা বাইস (দলীয় ভাবে): ১ম স্থান-হিফজ- আশিকুর রহমান, ২য় স্থান-হিফজ- আনাস হোসইন, ৩য় স্থান-হিফজ- মাশরাফি, ৪র্থ স্থান-হিফজ- হাসান, ৫ম স্থান-নাজেরা- আরিফ, ৬ষ্ঠ স্থান-নাজেরা- সাব্বির,সাঁতার: ক বিভাগ: ১ম স্থান-নাজেরা- আরিফুল,২য় স্থান-হিফজ- মাশরাফি, ৩য় স্থান-হিফজ- জাকারিয়া, খ বিভাগ: ১ম স্থান -হিফজ- আব্দুল্লাহ, ২য় স্থান-নাজেরা- আসাদুল্লাহ, ৩য় স্থান-মক্তব- নাবিল, গ বিভাগ: ১ম স্থান-হিফজ- শাকিল, ২য় স্থান-হিফজ- ইমরান, ৩য় স্থান-হিফজ- হাসান, বালিশ নিক্ষেপ (ম্যাডাম): ১ম স্থান সেলিনা আক্তার ঝর্ণা, ২য় স্থান মিতু আক্তার, ৩য় স্থান আঁখি আক্তার।