কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জাওড়া গ্রামে জোরপূর্বক পৈত্রিক জমি দখলে বাধা প্রদান করায় মালয়েশিয়া প্রবাসীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন ও তার সশস্র লোকজনের বিরুদ্ধে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত একরামুল হক (৩৬) মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের মৃত সোলাইমান পাটোয়ারীর ছেলে। গত মঙ্গলাবার সকাল ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত একরামুল হক বলেন, এর আগে আমাদের নিজ জমির পাশে সরকারি খাল খনন কাজ হয়। ঠিকাদার খননের সময় খালের মাটি উঠিয়ে অস্থায়ীভাবে আমাদের জমির উপরে রাখে। পরে কিছু মাটি বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রী করে।বেশ কিছু মাটি জমির উপর রয়ে যায় ,পরবর্তীতে রাতের আধারে ইউপি সদস্য ফখর উদ্দিন ও তার দোসরদের মদদে ঐ জমির পাশে অবস্থিত তার আত্নীয় এর একটি বাড়ির জন্য অবশিষ্ট মাটি ড্রেসিং করে , মৃত সোলাইমান পাটোয়ারী,আবদুর রাজ্জাক পাটোয়ারী,রুহুল আমিন গং দের জমির উপর দিয়ে প্রায় ৪০ ফুট প্রস্থের ৫০০ ফুট দৈর্ঘ্যের রাস্তা তৈরি করে ,পরে আমরা মাটি সরিয়ে নিতে গেলে ঐ বাড়ির লোকজন মাটি সরাতে বাধা প্রদান করে তথাপি বিভিন্ন হুমকি দিতে থাকে এবং ইউপি সদস্য ফখর উদ্দিন এর সাথে যোগাযোগ করতে বলে। পরে মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখান দিয়ে যাতায়াতের রাস্তা হবে। মেম্বার ও তার আত্মীয় প্রায় আমাদের নিজ ৮২ শতাংস জমি দখল করে ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা করার অজুহাতে জমি দখলের পায়তারা করছে।
পরে আমরা স্থানীয় চেয়ারম্যান কে বিষয়টি জানালে,হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবিসহ, প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে আসছিল । আজ সকালে জমি পরিদর্শন শেষে বাড়ী ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় ইউপি মেম্বার ফখর উদ্দিনের নেতৃত্বে রতন, রফিক, জসীম, সুমন সহ ৬/৭ জন দেশীয় অস্ত্র দা ও লোহার রড দিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় দা দিয়ে ফখর উদ্দিন কোপ দিলে আমি দৌড় দিয়ে আত্মরক্ষায় চেষ্টা করি, পরে মেম্বারের আত্মীয়রা তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে এছাড়াও সাথে থাকা অন্যান্যদেরকে ও মারধর করে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। এ অবস্থায় স্থানীয়রা আমাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে আহত আমি সহ অন্যন্যারা জরুরি সেবা গ্রহন করি। আমার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে হামলাকারী ইউপি সদস্য ফখর উদ্দিন সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার বিষয়ে অভিযুক্ত বিপুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ফখর উদ্দিন বলেন, এলাকার লোকজনের যাতায়াতের সুবিধার জন্য তাদের ব্যক্তিগত জায়গা থেকে ৫ ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিতে অনুরোধ করেছিলাম। মন্ত্রীর পিএস ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ এলাকার লোকজন সিদ্ধান্ত দিয়েছেন ৫ ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিতে। জায়গা ছেড়ে দিতে বললে আমার ও আমার লোকজনের সাথে খারাপ ব্যবহার করেন। একরামুল হকের উপর হামলার ঘটনা সত্য নয়। আমাদের লোকজনের সাথে ঠেলা-ঠেলি হয়েছে। পড়ে গিয়ে অটোগাড়ীর সাথে লেগে মাথায় একটু আঘাতপ্রাপ্ত হয়। তেমন কিছু হয়নি।
এ বিষয়ে পুনরায় একরামুল হকের সাথে যোগাযোগ করে মন্ত্রী মহোদয়ের পিএস ও চেয়ারম্যান এর সিদ্ধান্ত এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সিদ্ধান্তের বিষয়টি সম্পূন্ন ভিত্তিহীন ও মিথ্যাচার। তবে তারা দখলের বিষযটি অবগত । জনপ্রতিনিধি হিসাবে একজন ইউপি সদস্য কারোও ব্যক্তিগত জমি দখলে মদদ দিতে পারে কি?