1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

মানিকগঞ্জে গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া বিএনপির নেতা-কর্মীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোটার:

বিএনপির ঢাকা সমাবেশের আগে মানিকগঞ্জের সাতটি থানার সব কটিতে গত কয়েক দিনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। এসব মামলায় আসামিদের ধরতে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া বিএনপির নেতা-কর্মীরা। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার বলেন, মূলত আগামী শনিবার বিএনপির ঢাকার গণসমাবেশে অংশ নিতে বাধা দিতে ও হয়রানি করতেই দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা দেওয়া হচ্ছে। এসব মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তারও করা হয়েছে। প্রায় প্রতি রাতেই বিভিন্ন উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর ও শিবালয় উপজেলা থেকে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলেক হোসেন, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবদুর রশিদ, পুটাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন–সাধারণ সম্পাদক আক্কাস আলী। এ নিয়ে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় সমাবেশের আগে মানিকগঞ্জের সাতটি থানাতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে সিঙ্গাইর ও সদর থানায় দুটি করে এবং বাকি পাঁচটি থানায় একটি করে মোট নয়টি মামলা করা হয়। এসব মামলায় বিএনপির ১৪৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিন্নাহ খান বলেন, ‘পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধরতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ জন্য আমরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’

গত ২৬ নভেম্বর জেলার সিঙ্গাইর থানায় প্রথম মামলাটি করেন রুবেল মিয়া নামের কথিত এক অটোরিকশাচালক। এ মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। জেলায় সর্বশেষ মামলা হয় ১ ডিসেম্বর সদর থানায়। সদর থানার উপপরিদর্শক বাদী হয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নাম উল্লেখ করেন। বিস্ফোরক দ্রব্য আইনে (নাশকতা) মামলাটি করা হয়।

এসব মামলার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, কোনো নির্দিষ্ট দলের সদস্য হিসেবে নয়, নাশকতার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে কাউকে গ্রেপ্তার অথবা হয়রানি করা হয়নি।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury