এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রিজিয়নের লেডিস ক্লাবের উদ্যোগের ভাইবোনছড়ার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে সহস্রাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল শীর্তাতদরে মাঝে কম্বল বতিরণ করা হয়েছে।
আজ বুধবার(১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের লেডিস ক্লাবের সহ-সভানত্রেী বেগম রাবেয়া জাহাঙ্গীর এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের রেঢিস ক্লাবের সাধারন সম্পাদক ডাক্তার মাহফুজা আক্তার.কোষাধক্ষ্য মোসাম্মৎ জিন্নাত মোস্তারী বিথি,সদস্য মিসেস রোকসানা পারভিন,ডাক্তার নুসরাত-নুর-আম্বিয়া ও মিসেস সানজিদা দোলা উপস্থতি ছলিনে।
এছাড়াও খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: শামীন রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের জিএসও(২) মেজর জাহিদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের লেডিস ক্লাবের সহ-সভানেত্রী বেগম রাবেয়া জাহাঙ্গ সহ-সভানত্রেী বলনে,তীব্র শীতে যনে স্বল্প আয়ের মানুষেরা কষ্টে না থাকে সেই প্রেরণা থেকে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে সকলইে শান্তিতে থাকা সম্ভব হবে। তিনি শীত মৌসুমে সকল বিত্তবান ও সার্মথ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে বলেন, মানুষের মৌলিক অধিকার সমূহ যাতে সঠিক ভাবে ভোগ করতে পারে ও সাম্প্রায়িক-সম্প্রীতির বন্ধনকে আরো সু-দৃঢ করার লক্ষে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ সকল ক্ষেত্রে খাগড়াছড়ি রেডিস ক্লাবের সহযোগিতা অব্যাহত থাকবে।