স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা সদরে ঝংকার বাদ্যযন্ত্র প্রস্তুত কারক নিত্যানন্দ সরকার, বর্তমান সময় উপযোগী চেঞ্জার হারমোনিয়াম তৈরী করেছে। কাঠের জটিলতা কমিয়ে দিয়েছে। এছাড়া স্কেলসিস্টেম পুর্বে স্টপারের একটু উপরে ছিল। এই চেঞ্জারে কড়ি কুমলের বামপাশে উদরা সপ্তকের গোড়ার দিকে স্কেল সিস্টেম ব্যাবহার করা হয়েছে। স্কেল সিস্টেম পুর্বের চেয়ে অনেক ইজি যা পুর্বে ছিলনা। সে কারনে চেঞ্জ করা সহজ হয়েছে। চেঞ্জারের কিছু অংশকে কবলার বলা হয় তাকেও নুতনত্য দেওয়া হয়েছে। সেই হেতু বাতাস সহজে নির্গমন হওয়ায় শব্দ বেশি হয়।
নিত্যানন্দ সরকার মানিকগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ৩৭ বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা, ঢাকা, বাংলাদেশ। মেবাইল ঃ ০১৯৩৫৯১৩৯৬২
চেঞ্জারটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কপিরাইট অফিস কর্তৃক নিবন্ধনকৃত। প্রস্তুত কারক কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
প্রিয় জনগনের নিকট অনুরোধ হারমোনিয়ামটি ক্রয় করে প্রসার ঘটাতে। ক্রেতা যদি চান বক্সে করে দেওয়া হবে।