স্টাফ রিপোর্টারঃ
ন্যাশনাল চিল্ড্রেনস টাক্স ফোর্স ( এনসিটিএফ) মানিকগঞ্জ জেলা কমিটির বার্ষিক কর্ম পরিকল্পনা সভা ও জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শিশু একাডেমিতে বার্ষিক কর্ম পরিকল্পনা সভায় এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ তাওহিদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক কর্ম পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক-(সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন,সেভ দ্যা চিলড্রেনস এর জেলা ভলেন্টিয়ার হাসান শিকদার, ইয়ুথ মেন্টর টিমের সদস্য ইয়ারুল খান ইমন ও মিমিয়া আক্তার সহ আরও অনেকে।
ন্যাশনাল চিল্ড্রেন টাক্স ফোর্স ( এনসিটিএফ) এর নিয়ম অনুসারে নির্বাচনের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা ( এনসিটিএফ ) এর ১০১ জন সদস্যের উপস্থিতিতে পত্যেক্ষ নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট ( এনসিটিএফ ) জেলা কমিটি গঠিত হয়। ব্যাপক প্রতিদন্দিতার মাধ্যমে এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে নুসরাত জাহান ইভা,সহ-সভাপতি – আব্দুল্লাহ আল মুশফিরাত,সাধারণ সম্পাদক – মোঃআসাদুল ইসলাম আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক – সুমাইয়া ইসলাম তন্নি,সাংগঠনিক সম্পাদক – সিনথিয়া আক্তার, শিশু সাংবাদিক (ছেলে)- সামিউল হাসান রিফাত, শিশু সাংবাদিক (মেয়ে)ননীমা আমিন নদীয়া, শিশু গবেষক (ছেলে) -সামিন রহমান রূপান্তর,শিশু গবেষক (মেয়ে) – মেহেরুন্নেহা সানজিদা,চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) – মেহেরাব উদ্দিন আহমেদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) – তাহমিনা আফরিন মোহনা নির্বাচিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন।
নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব অর্পন করা হয়।