মো:শাহ আলম,দৌলতপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ঐতিহ্যবাহী তালুকনগর উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৭ব্যাচের শতাধিক বন্ধুদের নিয়ে পূর্ণমিলর্নী ও রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার তালুকনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজতজয়নন্তী অনুষ্ঠিত হয়। প্রথমে অতিথিদের আসন গ্রহণ,অতিথি ও বন্ধুদের ফুল দিয়ে বরণ,লগু সম্ভলিত ট্রি শার্ট,মগ ও ব্যাচ পরিধান, কোরআন তেলয়াত,গীতাপাঠ,৯৭ব্যাচের যে সকল বন্ধুরা মৃত্যু বরণ করেছে সেই সকল বন্ধুদের স্মরণে এক মিটিট দাড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক স্বাগত ভাষণ,অতিথিদের ভাষণ শেষে দুপুরের খাবার বিতরণ সব শেষ রেডিও টেলিভিশনের বিখ্যাত শিল্পীর মনোঞ্চ সাংস্মৃতিক অনুষ্ঠান।
জরতজয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নূল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়র অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক বিশ্বাস ও আনিসুর রহমান মানিক,এম এ রৌফ ডিগ্রী কলেজের বিভাগীয় প্রধান আব্দুল মতিন বিশ্বাস,মানিকগঞ্জ জর্জ কোর্টের এ্যাড:সানজিদা রহমান,সাবেক সভাপতি অত্র স্কুলের এ্যাড.ফারুক আজাদ,১৭ব্যাচের পুলিশ উপ পরিচালক আনোয়ার সিকদার,মানিকগঞ্জ জেলা এস এস সি ৯৭ব্যাচর গ্রুপ ক্রিয়েটর মোস্তাফিজুর রহমান সেজুতি বাবু,প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,টাঙ্গাইল পিবিআই এর উপ পুলিশ পরিদর্শক এ কে এম ইকবাল ও টাঙ্গাইল সদর থানার উপ পরিদর্শক আবুল বাশার, এ্যাড:আবুল হাসান, মানিকগঞ্জ জেলা ৯৭ব্যাচের এডমিন মো: শফিকুল ইসলাম সেতু,
দেলদুয়ার থানা উপ পুলিশ পরিদর্শক রেজাউল করিম,মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা সিদ্দিক,ডিআই জি অফিস ঢাকার হাবিবুর রহমান,তালুকনগর হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন মিয়া।
প্রধান আলোচক ছিলেন এস এস সি ৯৭ ব্যাচের বন্ধু মোহাম্মদ মুরাদ হোসেন,উপ-পুলিশ পরিদর্শক। অনুষ্ঠান সঞ্চালনায় আরিফুল ইসলাম,ইউসুফ আলী,মাসুম বিল্লাহ দেলোয়ার হোসেন মোল্লা,অনন্ত কুমার সরকার,নাছরিন আক্তার। সার্বিক তত্ত্বাবধানে-আলেক,কবির হোসেন,সাইদুর,সিরাজুল ইসলাম,মিজানুর রহমান,খালেদা ইয়াসমিন,পারুল ইসলাম,শাহিনুর,রতন খান,আব্দুর রহমান,ওমর আলী,আতোয়ার,রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে ২৫বছর পর বন্ধুদের পেয়ে সকলেই আনন্দে মেতে উঠে।এছাড়া শৈশবের বহু স্মৃতির কথা প্রিয় বন্ধুদের পেয়ে মনে পড়ে যায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক মুরাদ হোসেন বলেন দীর্ঘ ২৫বছর পর বন্ধুদের পেয়ে অত্যান্ত ভালো লাগছে।স্কুল থেকে এস এস সি পাশ করে বহু বন্ধুর সাথে আর দেখা হয় নাই আজ সবাইকে পেয়ে সত্যি আমার ভালো লাগছে।আমাদের প্রত্যেক বন্ধুর বয়স ৪০বছর পার হয়ে গেছে।কারও কারও মেয়ে ছেলে বিবাহ করিয়ে নাতী পুতির মুখ দেখেছে আবার কারো কারো ছেলে মেয়ে কলেজ ইনভারসির্টিতে লেখা পড়া করছে আর এত দিন পর একারিত্র হতে পরে আমি নিজেকে সুভাগ্যবান মনে করছি।দোয়া করি প্রতিটি বন্ধু কর্ম ও সংসার জীবনে ভালো ও সুখে থাক এই প্রার্থনা করিছি আল্লাহ্ র কাছে।
এসময় বক্তারা বলেন আরো বলেন দৌলতপুর উপজেলার মধ্যে তালুকনগর একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে তিন তিন বারের সংসদ সদস্য, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে,১টি কলেজ,১টি হাইস্কুল,১০টি মসজিদ সহ বহু প্রতিষ্ঠান রয়েছে।এই গ্রামে গ্রামে প্রায় ১৫জন ডাক্তার,১২জন ইঞ্জিনিয়ার,২জন সচিব,৪জন কলেজের অধ্যক্ষ, পুলিশ অফিসার,গুনি শিল্পী,সাংবাদিক সহ বহু শিক্ষক সহ গুনিজন রয়েছে এই গ্রামে। এছাড়া এই গ্রামটি শষ্য শ্যামলায় ভরপুর ।তাই এই গ্রামের নাম শত বছর ধরে গুনান্তিত।