দীপক সূত্রধরঃ
উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো আকরাম হোসেনের ৪০ তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ ২ জানুয়ারি সন্ধ্যায় শহীদ রফিক সড়কের দৈনিক আমার নিউজ অফিসের সভাকক্ষে জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক ( সুজন), মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিশারীর উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংগঠন দিশারীর সভাপতি হাসান শিকদার,সাধারণ সম্পাদক আবুল হাসনাত,সুজনের যগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ,এশিয়ান টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি অভি হাসান দেওয়ান, রাজবাড়ী প্রতিনিধি আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন দিশারীর যুগ্ম সাধারণ সম্পাদক মো: স্বপন মিয়া,দপ্তর সম্পাদক মহসিন মাতৃক, বিটিবির ক্যামেরাম্যান মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক সংগঠনের নেতা প্রিয় ।
এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন,দৈনিক আমার নিউজ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: মহিদ,স্টাফ রিপোর্টার আল-আমিন(জয়),সদর প্রতিনিধি দীপক সূত্রধর সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
দৈনিক আমার নিউজ এর সম্পাদক প্রকাশক মোঃ আকরাম হোসেন বলেন, মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি এখন শারিরীকভাবে ভালো আছি সুস্থ আছি। যারা তাৎক্ষণিক এই আয়োজনে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে যেন সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে মানুষের পাশে থাকতে পারি দোয়া ও ভালোবাসা কামনা করছি।