পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় নদীতে দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ( বাণিজ্য) মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাঁচ ঘন্টা বন্ধ থাকায় দূরপাল্লার বাস, ছোট গাড়ি ও ট্রাক সিরিয়ালে আটকা রয়েছে। তবে ঘাটে ১৪ টি ফেরি সচল থাকায় সেগুলো পারাপারে তেমন সময় লাগবে না।