নিউজ ডেস্ক:
আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গণঅবস্থান কর্মসূচিকে সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের ১০টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির গণঅবস্থান কর্মসূচি সফলে ঢাকা বিভাগে দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে। খুলনা বিভাগে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রাজশাহী বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ফরিদপুরে যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। সিলেট বিভাগে যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিভাগে যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল। রংপুর বিভাগে যুগ্ম- মহাসচিব হারুন অর-রশিদ।
কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে। চট্টগ্রাম বিভাগে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে। ময়মনসিংহ বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।