1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে দক্ষিণ আফ্রিকার ড্র

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টের শেষ দিন অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ১৪ উইকেট। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার ও দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারদের দৃঢ়তা তাদের ব্যর্থ করলো। ড্র হলো সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা, ২-০ তে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া।

শেষ দিন ছিল আকাশ একদম পরিষ্কার। ৬ উইকেটে ১৪৯ রানে রোববারের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সিমন হার্মার ৬ ও মার্কো জানসেন ১০ রানে অপরাজিত ছিলেন। জানসেন (১১) আর এক রান যোগ করে ট্র্যাভিস হেডের কাছে উইকেট হারান।

এরপর কেশব মহারাজকে নিয়ে হার্মার সময় পার করে দেন। তাদের জুটিতে দলীয় স্কোর আড়াইশ ছাড়ায়। ৮১ বলে ৫৩ রান করে থামেন মহারাজ, জুটিটা ছিল ৮৫ রানের। লাঞ্চের পর ধস নামে প্রোটিয়াদের ব্যাটিংয়ে। তিন রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় তারা। হার্মার (৪৭) তিন রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। কাগিসো রাবাদাকে (৩) ফিরিয়ে ২৫৫ রানে অলআউট করেন নাথান লিয়ন।

সর্বোচ্চ চার উইকেট নেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তিনটি পান প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার ৪৭৫ রানের জবাবে ফলো অনে দ্বিতীয় ইনিংস খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। তাদের লড়াই ছিল টিকে থাকার। প্রায় দেড় সেশনে ১০ উইকেট নেওয়ার কঠিন মিশন ছিল অজিদের সামনে। পারেনি ২টি উইকেটের বেশি নিতে।

যদিও ডিন এলগার (১০) দ্বিতীয় ইনিংসে হতাশ করেন। হেনরিখ ক্লাসেন ও সারেল আরউই ক্রিজ কামড়ে পড়ে থাকেন। হ্যাজেলউড ৩৫ রানে ফেরান ক্লাসেনকে। বাকি সময় আরউই ও টেম্বা বাভুমা অপরাজিত থেকে দিন শেষ করেন। ৪২ রান আসে আরউইর ব্যাটে, ১৭ রান করেন বাভুমা। ২ উইকেটে ১০৬ রান যোগ হয় প্রোটিয়াদের স্কোরবোর্ডে।

১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক দলের ব্যাটসম্যান উসমান খাজা। ২১৩ রান করে সিরিজের সেরা খেলোয়াড় তার সতীর্থ ডেভিড ওয়ার্নার।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury