স্টাফ রিপোর্টার:
শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলা, শিক্ষা সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ।
শনিবার সকালে মানিকগঞ্জ সুরেন্দ্র বেলী ভবন, ১৭/১ শান্তনু রায় সরণীতে শিক্ষক ছাত্র কেন্দ্র ( টি এস সি) মানিকগঞ্জ এর আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলা, শিক্ষা সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মানিকগঞ্জ টিএসসি প্রধান সমন্বয়ক ও কুন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকান্ত মিত্র মোহন।
অন্যান্যদের মধ্যে ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা, প্রধান শিক্ষক আজিজুন নাহার আঁখি, এস এম সি সভাপতি জাহারিন মিতা খান প্রমুখ।