স্টাফ রিপোর্টার:
শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সম্প্রতি ‘ছোরি টু’ সিনেমার শুটিং চলাকালে এ দুর্ঘটনার শিকার হন এই নায়িকা।
মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ছোরি টু’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে মুখে আঘাত পান নুসরাত। তারপর দ্রুত তাকে মুম্বাইয়ের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বাঁ পাশের ভ্রুরুর কাছে কেটে গেছে; ফলে কয়েকটি সেলাই পড়েছে তাতে।
এদিকে নুসরাত ভারুচার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ইশিতা রাজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে ইশিতার হাতটি শক্ত করে ধরে রেখেছেন নুসরাত। আর ডাক্তার সেলাইয়ের সুতা কাটছেন। তবে নুসরাত-ইশিতার চোখে-মুখে হাসি। কিন্তু নুসরাত যে ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন তা স্পষ্ট।
নুসরাত ভারুচা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাম সেতু’। গত অক্টোবর মাসে মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, সত্যদেব প্রমুখ। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
‘ছোরি টু’ সিনেমা ছাড়াও একাধিক সিনেমার কাজ নুসরাতের হাতে রয়েছে। অক্ষয় কুমার, ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে তাকে। তা ছাড়াও ‘আকেলি’ সিনেমার কাজও নুসরাতের হাতে রয়েছে।