স্টাফ রিপোর্টারঃ
”মানুষ মানুষের জন্য, আর্ত-মানবতার সেবায় বন্ধুরা” এই শ্লোগানকে ধারণ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি ১৯৯৫ এবং এইচএসসি ১৯৯৭ ব্যাচের ঢাকা মহাগরের মিরপুরের বন্ধুরা।
০৯ জানুয়ারি দিবাগত রাতে মিরপুরের বন্ধুরা ঢাকার মিরপুর এবং অন্যান্য এলাকার গৃহহীন মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করে। মিরপুরের গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে থেকে শুরু করে কল্যাণপুর, মাজার রোড, দারুস সালাম রোড, মিরপুর ১ নাম্বার গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, শিয়াল বাড়ী, রুপ নগর, মিরপুর ১, ২, ১০, ১১, ১২, কালশী, কাজীপাড়া- শেওড়াপাড়া, সংসদ ভবনের সামনের রাস্তা, ধানমন্ডি ২৭, সোবাহান বাগ, পান্থপথ, বাংলা মটর, শেরাটনের সামনে, কাকরাইল পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বিভিন্ন এলাকায় গৃহহীন মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আর্ত-মানবতার সেবায় সবসময় মানুষের পাশে থাকতে চায় এসএসসি ১৯৯৫ এবং এইচএসসি ১৯৯৭ ব্যাচের মিরপুরের বন্ধুরা।
এসময় তারা দেশের সকল সক্ষম মানুষকে তাদের সাধ্য অনুযায়ী দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।