অভি হাসান ঃ
মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করায় ২ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা
মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযানে মুদি মনোহারী দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৭০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির এ অভিযান ১১ জানুয়ারি বুধবার সকাল সারে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে দুইটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এর ৫১ ধারা অনুযায়ী মোট ৭০০০ টাকা অর্থদন্ড আদায় করেন।
এ বিষয়ে রেজওয়ানা কবির বলেন, “ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে”।