1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সড়ানোর শক্তি কারো নেই- মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মায়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

দীপক সূত্রধর/ আল আমিনঃ
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আজকে সারা বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে,শেখ হাসিনা সরকার হটাবার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে।

এই বছরের শেষে কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে নির্বাচন হবে।

তিনি বিরোধীদলকে উদ্দেশ্য করে আরো বলেন, চার বছরের মধ্যে তাদের খোঁজ-খবর নাই,নির্বাচন আসলে তারা মাঠে নামে। আর যত রকমের মিথ্যা কথা, মিথ্যা কথা ছাড়া তাদের আর কোন কথা নাই ,আগে ছিল ১দল এরপরে হয়েছে ২২ দল, ভেঙ্গে হয়েছে ১২ দল ,এখন নাকি তারা ৫৪ দল।

দফা ছিল ১টা এরপরে ৩টি ৪টি এরপরে দিয়েছে ১০ দফা হয়েছে ১৪ দফা এরপরেও ২২ দফা হয়েছে ২৭ দফা ।তারা সব মিলিয়ে ৪১ টি দফা দিয়েছে,আর দল হইল ৫৪টি

তারা মিলে নামছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে ।আজকে ৫৪ কেন ৪৫০ টি দলও যদি আসে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সড়াবে সেই শক্তি কারো নেই।

আজ শুক্রবার, দুপুরে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার হাড়িকান্দি ইউনিয়ন পরিষদের সামনে ভরসা হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিটেডের কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান শেখ মোহাম্মদ সাহেব আলীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দীন, স্থানীয় চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চু সহ অন্যান্যরা।

এসময় পাঁচ হাজার শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury