মানিকগঞ্জ প্রতিনিধি,
পুরাতন হ্যালো বাইক প্লেটের নবায়ন ইস্যুতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে হ্যালো বাইক মালিকরা। রবিবার সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।
এসময় বক্তব্য রাখেন পৌর মানিকগঞ্জ পৌর হ্যালোবাইক মালিক- চালক সমিতির সভাপতি ছাদেক খান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবুল, জসীম উদ্দিন সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ পুরাতন হ্যালোবাইকের নবায়ন না করে আদালতের নির্দেশনা না মেনে অবৈধভাবে প্রতিটি প্লেট থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা নিয়ে নতুনদের নম্বর প্লেট দিয়েছে। যারা টাকা দিতে পারছে নাতাদেরকে নতুন প্লেট দেয়া হয়নি।
বক্তারা আরো বলেন, অনেক লোক আছে যাদের গাড়ি নেই, অথচ টাকার বিনিময়ে নতুন প্লেট কিনে ভাড়া দিয়ে ব্যবসা করে চলেছেন। ফলে পৌরসভার অনেক গরীব অসহায় মানুষ প্লেট পাওয়ার যোগ্য হলেও তাদেরকে প্লেট থেকে বঞ্চিত করা হয়েছে। আদালত হ্যালোবাইকের পুরাতন প্লেট নিষিদ্ধ না করায় সেগুলো রাস্তায় চলাচলে পুলিশ প্রশাসনের কোন বাঁধা নেই। তবে পৌরসভার ইনস্পেকটর সায়েদুরের নেতৃত্বে ১৫/২০ জন মিলে পৌরসভার সামনে দিয়ে চলাচলরত পুরাতন প্লেটধারী হ্যালোবাইকের প্লেট ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
এসময় বক্তারা আদালতে চলমান মামলার রায় না হওয়া পর্যন্ত মেয়রকে অপেক্ষা করার অনুরোধ জানান এবং আটককৃত প্লেটগুলো ফেরতসহ অনতিবিলম্বে পুরাতন হ্যালোবাইকের প্লেট নবায়ন করার দাবী জানান।
মানববন্ধনে বক্তারা পুরাতন হ্যালোবাইকের নবায়ন না করে আদালতের নির্দেশনা না মেনে পৌর কর্তৃপক্ষ অবৈধভাবে মোটা অংকের টাকা নিয়ে নতুনদের নম্বর প্লেট দিয়েছে। অনতিবিলম্বে পুরাতন হ্যালোবাইকের নবায়ন করার দাবী জানান।