দীপক সূত্রধরঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,বিএনপি-জামাতজোট ক্ষমতায় আসলে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন ধরনের ভাতা ও বিনামূল্যে বই বন্ধ হয়ে যাবে।কারণ শেখ হাসিনা ভাতা দিচ্ছেন এবং তিনি যে ভাতা দিচ্ছেন তা তো আর বিরোধীদল দিবে না।বয়স্ক ভাতা,বিধবা ভাতা, কার্ড দিয়ে চাল দেয়া,বিজিএফ কার্ড কোনটিই থাকবে না।আপনাদের সব ভাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমারা কেও চাই না এইসব ভাতা বন্ধ হোক।আমরা চাই আপনারা ভাতা পান,আস্তে আস্তে স্বাবলম্বী হন,নিজের ছেলে-মেয়েদেরকে লেখাপড়া করান এবং শান্তিতে থাকুন।
তিনি আরও বলেন,বিশৃঙ্খলা করে কখনো লাভবান হয় না, দেশের ও উন্নয়ন হয় না মানুষেরও উন্নয়ন হয় না।বিশৃঙ্খলা করলে মানুষের ক্ষতি হয়,রক্তপাত হয়,খুন হয় এইটা আমরা কখনোই চাই না।
আজ শনিবার(২১ জানুয়ারি)দুপুরে গড়পাড়ার শুভ্র সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আয়োজনে দুই-শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
পর্যায়ক্রমে তার নির্বাচনী ২ আসনের প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় মোট চার-হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এম এ ইরাদ কোরাইশী ইমন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মহসীন মৃধা,পৌরসভার মেয়র মোঃ রমজান আলী,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুর ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।