রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা ক্যাসেমিরোর দারুণ সময় কাটছে। নিয়মিত গোল করানোর পাশাপাশি গোলও করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।
এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ক্যাসেমিরোর জোড়া গোলে ভর করে রিডিংকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। রেড ডেভিলসদের হয়ে অন্য গোলটিও করেন আরেক ব্রাজিলিয়ান ফ্রেড।
এই ম্যাচেও শুরুতে গোল পেয়েছিলেন রাশফোর্ড। কিন্তু ভারে গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় ক্যাসেমিরোর ঝলক। অ্যান্টোনি থেকে ডি বক্সে বল পেয়ে আলতো শটে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ক্যাসেমিরো।
৪ মিনিট পর আবারও গোল দেন এই ব্রাজিলিয়ান। এবার সহায়তায় ফ্রেড। দ্বিতীয় গোলের রেশ না কাটতেই এবার গোলের দেখা পান ফ্রেড নিজেই। ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় তৃতীয়বারের মতো জালে বল জড়ান ফ্রেড। ৭১ মিনিটে এসে ১টি গোল শোধ করে রিডিং। আমাদৌ সালিফের গোলে ব্যবধান কমায় ক্লাবটি।
এফএ কাপে ওল্ড ট্রাফোর্ডে ১৫ ম্যাচ ধরে হারেনি ম্যানইউ। সবশেষবার ২০১৫ সালে আর্সেনালের বিপক্ষে। রিডিং এফএ কাপে সবশেষ ৮টি ম্যাচ ধরে জয় দেখেনি।