নুসরাত জাহান তনিমা ঃ
মো. জিন্নাহ খানকে আহ্বায়ক ও মো. রকিবুল রহমান রাকিবকে সদস্য সচিব করে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। এর আগে জিন্নাহ খান সরকারি দেবেন্দ্র কলেজের জিএস,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।
শনিবার রাতে স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আংশিক আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন কাজী নাদিম হোসেন টুয়েল।
আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সেই সাথে আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সাংঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছে।
নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান বলেন, কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া ভোটার বিহীন কোন নির্বাচন ও দেশ মাতা বেগম খালেদা জিয়ার নিঃ র্শত মুক্তি সহ মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির আন্দোলনেজেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবক দলকে আরোও সুসংগঠিত করে যে কোন আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করবে।