এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের সামনে থেকে একটি আনন্দ র্যালী
বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহবায়ক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম রাসেল ও সভাপতিত্ব করেন ৫৪ ব্যাচের শিক্ষার্থী বীরপ্রতীক আতাহার আলী খান।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন।
এই পুনর্মিলনীতে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রাক্তণ শিক্ষার্থী বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, প্রাক্তণ শিক্ষার্থী চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মো: আমির জাফর (চঞ্চল),মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মামুন।
সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী জ্যামস গান পরিবেশন করেন। অনেক বছর পর পুরনো বন্ধুদের পেয়ে আনন্দে মেতে উঠেন প্রাক্তন শিক্ষার্থীরা।