গৌরনদী প্রতিনিধি:
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল আমীন এর পিতা অবসরপাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ আলী দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামে শুক্রবার বাদ জুম্মা দোয়া ও মোনাজাতে বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফার রহমান দ্বীপ,গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি লোকমান হোসেন রাজু,গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খন্দকার আবু সায়েদ, আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মনির হোসেন মিয়া,আগৈলঝাড়া কালের কন্ঠের প্রতিনিধি ওমর সানি, বাংলাদেশ মেম্বার অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, জেলা সভাপতি বজলুর রশিদ, মানবধীকার ইউনিটির সভাপতি গৌরনদী উপজেলা এস মামুন,
এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী আল মামুন, টরকী বন্দরের ব্যবসায়ী আলহাজ¦ সিকদার মামুন, হায়দার আলী সিকদার, মহসিন হোসেন, মিরাজ হোসেন সরদার সাংবাদিক জামিল মাহমুদ, জিএম জসিম হাসান, ম্যাজিশিয়ান এমআর মহসিনসহ মুক্তিযোদ্ধা ও সুধিজন উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।