স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ২০২৩, অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মানিকগঞ্জের আয়োজনে গত ৫ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান তার মূল প্রবন্ধ আলোচনায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যাবলি এবং উদ্দেশ্য তুলে ধরেন এবং মুল আলোচক হিসেবে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ফাতেমা নারগিস উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই এমকেএইচ জাহাঙ্গীর হোসনে, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সিভিল সার্জন কার্যালয়ের ডা: আহমেদ ইভান,পৌর নির্বাহী কর্মকর্তা মো বজলুর রহমান,মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো ফয়জুল হক, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো কামরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে, জেলা প্রাণী সম্পদ কমকর্তা ডা: মো মাহবুবুল ইসলাম, জেলা সমাসেবা অধিদপ্তরের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা শিক্ষা অফিসার মো মনসুর আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জামাল হোসাইন, মানিকগঞ্জ পাওয়ার গ্রীডের নির্বাহী প্রোকৌশলী মো: দেওয়ান মো গিয়াস উদ্দিন মাহমুদ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।