স্টাফ রিপোর্টার:
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অত্যাধুনিক এবং উদ্ভাবনী প্রযুক্তিতে নেতৃত্ব দান, তথ্য নির্ভর নতুন প্রযুক্তি অন্বেষণ, হয়রানিবিহীন নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে জেলা তথ্য অফিস,মানিকগঞ্জ এর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস মোহাম্মদ নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সানোয়ারুল হক, জেলা কারাগারের জেলা সুপার মাঃ বজলুর রশিদ আকন্দ প্রমুখ। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিস উপ পরিচালক মোঃ মিনার উদ্দিন সহ জেলার বিভিন্ন সরকারি/ বেসরকারি দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।