এস এম আকরাম হোসেন :
সুইডেনে পবিত্র কুরআন পুড়ানোর ঘটনার প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী ও বিতর্কিত লেখা অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মানিকগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ শহিদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবে চত্ত্বরে গিয়ে মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম,রাইসুল ইসলাম, মিজানুর রহমান ও এম এ আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা সুইডেনে পবিত্র কুরআন শরিফ পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দেশের পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী ও বিতর্কিত লেখা অপসারণের দাবি করেন।