এস এম আকরাম হোসেন :
এ বছর প্রথম মানিকগঞ্জে দ্যা গ্রানাডা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
আজ ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে শহরের নয়াকান্দি এলাকায় গ্রানাডা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও পৌরসভার মেয়র মো: রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, গ্রানাডা স্কুলের প্রিন্সিপাল উইংগ কমান্ডার এস এম এম শহিদুজ্জামান ( পিএসসি অবসরপ্রাপ্ত), ভাইস প্রিন্সিপাল মো: শামসুজ্জামান তালুকদার, সদস্য মো: দেলোয়ার হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, একাডেমি শিক্ষার পাশাপাশি অন্য যে কোন খেলাধূলা বা অন্য বিষয়ে পারদর্শী করে নিজকে গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যৎ জীবনে অনেক উপকৃত হবে। ভালোভাবে না পারলে ঐ কাজের তেমন কোন মূল্য নাই।
আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।