এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: ক জহিরুল ইসলাম ( অব:), অধ্যক্ষের সহধর্মিণী রহমত আরা লস্কর, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক গোলাম নূর,রোকনুজ্জামান,আফরোজা সুলতানা, মেহেদী হাসান,, জুইরিয়া ইসলাম নূপুর ও নবীনূর রহমান সহ প্রতিষ্ঠান সকল শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত বুধবার দিনব্যাপী বসন্তবরণ অনুষ্ঠানে কেজি ক্লাসের শিশুদের দলীয় নৃত্য হলো, ওয়ান-টু ক্লাসের বাচ্চাদের ফ্যাশন শো, শিক্ষার্থীদের একক সংগীত, দলীয় সংগীত, দলীয় কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য, শিক্ষকদের দলীয় সংগীত, ম্যাডামদের দলীয় সংগীত। আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ আকর্ষণ ছিল প্রিন্সিপাল স্যার ও তার সহধর্মিণীর কবিতা আবৃত্তি এবং সবশেষে অধ্যক্ষ বক্তব্য রাখেন।