সিংগাইর প্রতিনিধি:
গৃহহীনদের আবাসন ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এছাড়াও তিনি ভাষা শহীদ রফিক ব্লাড ডোনার গ্রুপের অ্যাপস ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামে দেওয়ান কমপ্লেক্সের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ১০ জন গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করেন। এ পর্যন্ত তিনি ১২০টি পরিবারকে এ সহায়তা প্রদান করেছেন। এছাড়াও ১০ জন অসহায় বেকার যুবকের কর্মসংস্থানের জন্য হ্যালোবাইক প্রদান করেন। ইতিপূর্বেও তিনি আরও ১২০ জন বেকার যুবকদের মাঝে হ্যালো বাইক বিতরণ করেছেন।
ভাষা শহীদ রফিক ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো.সাইদুর রহমান, বলধরা ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল মাজেদ খানসহ প্রমুখ।