নুসরাত জাহান তনিমা :
“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” শ্লোগানে মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প ঢাকা আহছানিয়া মিশন এর বাস্তবায়নে ও প্লান ইন্টান্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: জাকির হোসেন, কোঅর্ডিনেটর ফিরোজ আহম্মেদ, জেরিন আফরোজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন সহ প্রিন্ট, ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সরকারের একার পক্ষে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়,এরজন্য সাংবাদিক, কাজী, উকিল সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। কোর্টে উকিলের মাধ্যমে এভিডেভিড করে যে বিবাহ করে এর কোন আইনগতভিত্তি নেই। ১৮ বছরের কম বয়সী নারী ও পুরুষ বিবাহ করলে এটা বাল্যবিবাহ। আমি মনে করি ১৮ বছরের বিয়ে নয়,কমপক্ষে পড়াশোনা শেষ বা যেকোন কর্ম করার পর বিবাহ করলে তারা বিপদগামী হবে না। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে স্কুলে স্কুলে বাল্যবিবাহের প্রতিরোধ বিষয়ে সচেতনতা কর্মসূচি গ্রহন করবো।