আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কমিটি ঘোষণা করা হয়।রবিবার সকাল ১১ টায় শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট অফিসে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় ইউনিট লেভেল অফিসার ফরহাদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিট অফিসার আতিকুল ইসলাম, নব-যোগদানকৃত ইউনিট লেভেল অফিসার ফরহাদ আলমসহ ইউনিটের সকল যুব সেচ্ছাসেবক বৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচিতরা হলেন যুব প্রধান শাহ আলম, উপ-যুব প্রধান-১ শাহরিয়ার ইসলাম খান শারুখ, উপ-যুব প্রধান-২ কৃষ্ণ সূত্রধর, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মো. জিসানুর রহমান, প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান হামিদা আক্তার, রক্ত বিভাগীয় প্রধান আবিদ হাসান, রক্ত বিভাগীয় উপ-প্রধান এস.এম. রিয়াদ, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান সুদীপ্ত লাল দাস, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপ-প্রধান মোঃ এহসানুর রহমান, সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান মোঃ সাইফুর রহমান, সেবাও স্বাস্থ্য বিভাগীয় উপ-প্রধান ফয়সাল মাহমুদ, বন্ধুত্ব বিভাগীয় প্রধান যুবরাজ আল-মামুন, বন্ধুত্ব বিভাগীয় উপ-প্রধান লক্ষী সূত্রধর, ক্রীড়া ও সাংস্কৃতি বিভাগীয় প্রধান মোঃ জুলহাস উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতি বিভাগীয় উপ-প্রধান নুসরাত জাহান খান নওরিন এর নাম ঘোষণা করা হয়।
এসময় সকলেই নতুন কমিটির জন্য শুভ কামনা ও শুভেচ্ছা জানায়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন নতুন কমিটির সকলকে সক্রিয় ভাবে কাজ করার আহ্বান করেন।