নুসরাত জাহান তনিমা :
সাপ্তাহিক কড়চা পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সুরুয খানের মা লায়লা আরজুমান বানু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ বাজার নিমতলী এলাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা মানিকগঞ্জ বাজার মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন।