দীপক সূত্রধর:
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দেবেন্দ্র কলেজ হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়,হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নাদিম হোসেন,স্বেচ্ছাসেবী সংগঠন দিশারীর সভাপতি মোঃ হাসান শিকদার প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষক-মন্ডলী ও অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় কলেজের রোভার স্কাউট,বিএনসিসি,রেড ক্রিসেন্ট সহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা তুলে ধরেন। এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক কাজকর্ম ও আদর্শ মানুষ হবার কথা বলেন।
আলোচনা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।